আমাদের পরিষেবাসমূহ
দাম্পত্য হিংসার সম্মুখীন নারী এবং তাদের শিশুদের সাহায্য করতে তাদের আশ্রয়, সাপোর্ট এবং সচেতনতা প্রসারে Maison Secours aux Femmes পরিষেবা প্রদান করে।
তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে, তাঁদের অধিকার সুরক্ষিত রাখতে এবং যাতে তারা নিজেদের জীবনের ওপর পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পায়, সেজন্য আমরা তাঁদের প্রয়োজনীয় সমস্ত সুবিধা দিয়ে থাকি।
আশ্রয়কেন্দ্রে আপনার
থাকার ব্যবস্থা
অনাবাসিক এবং
আশ্রয়কেন্দ্র-পরবর্তী সাপোর্ট
পূর্ববর্তী আবাসিক এবং অনাবাসিকদের সাহায্যের উদ্দেশ্যে ২০০৯ সাল থেকে নারীদের জন্য দু’জন এবং মা-শিশুর জন্য একজন আইনজীবী রয়েছেন।
কমিউনিটির মধ্যে
সচেতনতার প্রসার
Maison Secours aux Femmes কিউবেক-এ দাম্পত্য হিংসার সমস্যা সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ, সরকারি সংস্থা এবং আইন ও সামাজিক পরিষেবা ক্ষেত্রে যুক্ত কর্মীদের (পুলিশকর্মী, আইনজীবী, সমাজসেবী, চিকিৎসা পরিষেবা, আইনি পরিষেবা, কমিউনিটি গ্রুপ, উইমেন সেন্টার, অভিবাসন সহায়তা কেন্দ্র ইত্যাদি) মধ্যে সচেতনতা আনতে আইনজীবীরা নিয়মিত ইনফরমেশন সেশন করে থাকেন।